রাজশাহী মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এবার মাশরাফির স্ত্রী করোনায় আক্রান্ত


প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ১৮:৪৭

আপডেট:
৬ মে ২০২৫ ০১:৫৬

ছবি: সংগৃহীত

করোনায় জীবন যখন বিপর্যস্ত তখন নড়াইলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। কিন্তু গত ২০ জুন শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে তার শরীরে।

বর্তমানে ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সকলের প্রিয় ম্যাশ। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৭ জুলাই) মাশরাফির পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।

উল্লেখ্য, মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার ২ দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। সকলেই সুস্থ আছেন।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top