রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মাউশিতে ৪০৩২ পদে চাকরির সুযোগ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ১৮:৪৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:৩১

ফাইল ছবি

রাজস্বখাতে শূন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে ৪ হাজার ৩২ জনকে নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর থেকে। শেষ হবে ৩০ নভেম্বর। প্রার্থীর বয়স এ বছরের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। 

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

এর আগে বিভিন্ন পদে ২ হাজারের অধিক কর্মচারী নিয়োগ কার্যক্রম শুরু করা হলেও নানা জটিলতা দেখা দেয়। এতে করে দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ায় অনেক প্রার্থী আদালতে একাধিক মামলা দায়ের করেন। ফলে এ নিয়োগ কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি।

মাউশির অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, সরকারি কলেজেসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তীব্র কর্মচারীর সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে মাউশি।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top