রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


চট্টগ্রামে শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৯


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২০ ১৮:১০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৪৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শর্ট সার্কিটের আগুনে নয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন। খবর জাগো নিউজ।

তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার নয়, শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা এই আলামত পেয়েছি। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‌‘দুর্ঘটনায় মোট নয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা ততটা খারাপ নয়।’

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top