রাজশাহী বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২০ ১৮:৩৯

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১১:১৩

ছবি: সংগৃহীত

সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
তিনি আরও জানান, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল।
সিলেটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কুবাদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

 

আরপি/ এআর

সুত্র: জাগো নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:

Top