রাজশাহী শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


ছাগল বাঁচাতে প্রাণটাই গেল বৃদ্ধের


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২০ ০০:৫২

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ০৯:৪৮

ছবি: সংগৃহিত

লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে বুড়িমারীগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রুতিধর মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মজিবর উপজেলার শ্রুতিধর মাস্টারপাড়া গ্রামের মৃত কান্দুরার ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে রেললাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান ওই বৃদ্ধ। কিছুক্ষণ পর ট্রেনের শব্দ পেয়ে তাড়াহুড়ো করে ছাগলটিকে বাঁচাতে যান। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর ট্রেন বৃদ্ধ মজিবর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ লালমনিরহাট সদর থানায় ময়নাতদন্তের জন্য আনা হবে। 

 

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top