রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ট্রেনে কাটা পড়ে আদালতের ২ জারিজারক নিহত


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ১৭:৩৯

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:০৬

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে জজ আদালতের দুই জারিকারক নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষ্মা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেলা জজ আদালতের জারিকারক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে একজনের ৬০ ও অন্যজনের বয়স ৪০ বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষ্মা রেলক্রসিং ছেড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

 

আরপি/টিএস-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top