রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


গরুর মাংসের টুকরায় লেখা 'আল্লাহ'র নাম!


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২২ ০১:৫৪

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২২:৪০

‘আল্লাহ’ লেখা মাংসের টুকরা:ছবি

নাটোরের লালপুরে এক বাড়িতে রান্না করা গরুর মাংসের টুকরায় অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা ভেসে উঠেছে। পরে ওই বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কফেল মন্ডেলের বাড়িতে এঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠে ‘হা-মিম’ লেখা রয়েছে।

এবিষয়ে কফেল মন্ডল বলেন, গত দুইদিন আগে বিয়াই বাড়ি থেকে আকিকার মাংস পাঠায়। মাংস রাতে রান্না করার পর খাবার সময় আমার ছোট ছেলে লক্ষ করেন তার প্লিটের এক টুকরা মাংসে আরবি হরফে 'আল্লাহ' লেখা রয়েছে। এবং অপর পিঠে 'হা-মিম' লেখা। পরে স্থানীয় মাওলানার পরামর্শ নিয়ে মাংসের টুকরা সংরক্ষণ করে রেখেছি। শুক্রবার মিলাদ মাহফিল করে পরিষ্কার পানিতে ফেলে দেওয়ার কথা বলেছে।

রুবেল মন্ডল বলেন, এঘটনার পর থেকে অনেকেই মাংসের টুকরাটি এক নজর দেখতে আসছেন। আবার কেউ রোগ বালাই ভালো হওয়ার আশায় মাংসের টুকরাটি ধুয়ে পানি নিয়ে যাচ্ছেন। জানিনা ভালো হবে নাকি। তবে আমাদের বাড়িতে এমন ঘটনায় আল্লাহর কাছে শুকরিয়া।

মাংসের টুকরাটি একনজর দেখতে এসেছেন শারমিন আক্তার। তিনি বলেন, এমন ঘটনা এর আগে টিভি-প্রত্রিকায় দেখেছি। তবে এবার বাস্তবে দেখলাম। তার মতই অনেকেই মাংসের টুকরাটি দেখতে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

আরপি/ এসএইচ


বিষয়: নাটোর


আপনার মূল্যবান মতামত দিন:

Top