রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নকল 'রোবো' আইসক্রিম তৈরি করায় জরিমানা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২২ ০৫:২৬

আপডেট:
৩০ নভেম্বর ২০২২ ০৫:২৭

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে প্রাণ কোম্পানীর ‘রোবো ড্রিঙ্ক’ ট্রেডমার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্ক’ উৎপাদন করায় শ্রাবনী আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় সিপিসি-২ এর নাটোর ক্যাম্প, র‍্যাব-৫।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে লালপুর বাজারে প্রাণ কোম্পানীর শিশুর কোমল পানীয়/আইসক্রিম ‘রোবো ড্রিঙ্ক’ এর ট্রেড মার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্ক’ উৎপাদন করার অপরাধে শ্রাবনী আইসক্রিম ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জব্দকৃত ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top