রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নছিমনের ধাক্কায় সড়কে ঝরল শিশুর প্রাণ


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৩ ২২:২০

আপডেট:
৫ মে ২০২৫ ০১:১৫

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।

নিহত শিশু স্বর্নাল হোসেন (৪) উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।

ওসি আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে শিশু স্বর্নাল বাড়ির পাশেই খেলা করছিল। এক পর্যায়ে সকলের অগোচরে সড়কে উঠে পড়ে শিশুটি। এসময় একটি দ্রুতগতির ইঞ্জিন চালিত নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে লছিমনটি রেখেই চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং নছিমনটি জব্দ করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top