রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বাস-ট্রাক সংঘর্ষে হেলপারসহ নিহত ২


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ২০:১৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৫৮

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলপার আনারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

ওসি জাহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছালে একটি বিপরীতমুখী গ্যাস ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে বাসের হেলপারসহ দুইজনের মৃত্যু হয়। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ের থানার পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top