রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


লালপুরে পূজা মন্ডপ পরিদর্শনে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৩ ১৮:৩৫

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:১৪

ছবি: রাজশাহী পোস্ট

নাটোরের লালপুরে ৪২টি পূজা মন্ডপে ঢাক আর ঢোলের তালে তালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

রোববার (২২ অক্টোবর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম উজ্জ্বল।

পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: মার্কিন দূতাবাসের বিবৃতির জবাবে কি জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়?

এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। এসময় আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top