নাটোরে পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে পাটক্ষেত থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইকরি গ্রামের একটি পাটক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোবারক একই গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবারক সন্ধ্যার আগে গ্রামের চায়ের স্টলে চা ও পান খেয়ে মাঠে গরু আনতে যায়। কিন্তু সন্ধ্যার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
এরই এক পর্যায়ে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে পাটক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা মোবারককে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে।
আরপি/এমএএইচ-১৫
বিষয়: পাটক্ষেত মরদেহ উদ্ধার কৃষক
আপনার মূল্যবান মতামত দিন: