রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


র‌্যাব-৫ এর অভিযানে

পাবনায় চার মণ গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ০২:১২

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৪৬

ছবি: সংগৃহীত

পাবনার সদর থানার দাপুনিয়ার মাধপুরে প্রায় চার মণ (১৫৪ কেজি) গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এসময় একজনকে আটক করা হয়। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটককৃত হলেন- কুড়িগ্রাম জেলার বেহুলার চর এলাকার আবুল হোসেনের ছেলে আরিফুল হোসেন সাইফুল (২৬)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার দাপুনিয়ার মাধপুরে অভিযান চালায়। এসময় ১৫৪ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় আরিফুল হোসেন সাইফুলকে আটক করা হয়।

এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top