পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কলেজ ছাত্রের

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম আবদুর রহিম খান (২৩)। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে।তিনি ওই গ্রামের ইউনুস আলী খানের ছেলে এবং ঢাকার একটি কলেজে অনার্সে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, করোনাভাইরাসের কারণে কলেজ ছুটি হওয়ায় সম্প্রতি আবদুর রহিম গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে সাবমারসেবল পানির পাম্পের লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জ্বল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরপি/এমবি
বিষয়: পাবনা বিদ্যুৎস্পৃষ্ট কলেজছাত্র
আপনার মূল্যবান মতামত দিন: