রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার হওয়া সাবেক এমপি হান্নানের মৃত্যু


প্রকাশিত:
১৫ জুন ২০২১ ২২:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:০১

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় কারাগারে থাকা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।

জানা গেছে, ২০১৪ সালে মহাজোটের সতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সাবেক এ সদস্য।

তিনি ২০১৫ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় গ্রেফতার হন। ত্রিশালের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই মামলাটি করেন। গ্রেফতারের পর থেকে ওই মামলায় কারাভোগ করছিলেন সাবেক এ এমপি। গত সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top