ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জনের মনোনয়ন জমা
-2021-10-10-17-07-35.jpg)
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রোববার পর্যন্ত ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বহস্পতিবারে গত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অপর প্রার্থী প্রভাষক আব্দুল মানান সরকার তাদের মনোনয়ন পত্র জমা দেন। শনিবার নতুন মুখ রিপন আহমেদ রানা ও বর্তমান ২ বারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শো-ডাউন শেষে মনোয়ন পত্র জমা দেন।
সবশেষ রোববার বেলা ১ টায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি ইউনুছ আলী তার সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১০
বিষয়: ঘোড়াঘাট পৌর নির্বাচন মনোনয়ন
আপনার মূল্যবান মতামত দিন: