রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৬:০০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:১০

ছবি: ত্রি-বার্ষিক সম্মেলন

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৭বছর পরে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামকে পুনরায় নির্বাচিত ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি এমএম কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

এসময় উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংদস সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান হোসেন, জয়পুুরহাট জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। পরে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ সম্মেলনে বক্তব্য রাখেন।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top