রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর, বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ২০:২৯

আপডেট:
২৭ নভেম্বর ২০১৯ ২০:৪৮

ছবি: সংগৃহীত


হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫০০ অজ্ঞাত নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে (২৬ নভেম্বর) পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। মামলা নম্বর ৩২। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা পালিয়ে যায়।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top