রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


রওশনকে বাদ দিয়ে জিএম কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচন


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২২ ০৪:২৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৪২

সংগৃহিত

সংসদীয় যৌথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত হয়।

এর আগে সংসদীয় দলের নেতা ছিলেন রওশন এরশাদ। তিনিই সংসদের বিরোধী দলীয় নেতা। জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে ইতোমধ্যে দলটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছে।

এদিকে রওশন এরশাদ জাতীয় পার্টির যে কাউন্সিল ডেকেছেন সেটাকে মনগড়া হিসেবে আখ্যায়িত করেন মহাসচিব মজিবুল হক চুন্নু। তিনি বলেন, রওশন এরশাদ মনগড়া সম্মেলনের ঘোষণা দিয়েছেন। এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই।

আরপি/ এসএডি-3



আপনার মূল্যবান মতামত দিন:

Top