রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে আ.লীগের বৈঠক


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৩ ০০:২০

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৪১

ফাইল ছবি

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ।

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে গুলশান-২ নম্বরে এ বৈঠক শুরু হবার কথা রয়েছে।

তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top