রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


তিন আসনের উপনির্বাচনে জাপায় মনোনয়ন পেলেন যারা


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:১১

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:০১

 

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাজী মো. শাহ জাহান, গাইবান্ধা-৩ আসনে মইনুর রাব্বী চৌধুরী এবং বাগেরহাট-৪ আসনে সাজন কুমার মিস্ত্রী মনোনয়ন পেয়েছেন।

আজ সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থীতা ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এর আগে জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top