রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


উপজেলা-পৌরসভা-ইউপিতে নৌকার প্রার্থী ঘোষণা : রাজশাহীতে যারা পেলেন মনোনয়ন


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ০৪:১১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫৫

ফাইল ছবি

সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকালে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়- উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মো. আবদুর রউফ, পাবনার ঈশ্বরদীতে মো. নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় মো. রেজাউল হককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউপিতে মো. আরজেদ আলীকে মনোনয়ন দেয়া হয়েছে।

 

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top