রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাজশাহী নগর আ’লীগের পূণাঙ্গ কমিটিকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২০ ০৩:২৮

আপডেট:
২৬ নভেম্বর ২০২০ ০৩:২৯

ওয়ার্কার্স পার্টির প্রতীক

সদ্য অনুমোদিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে ১৪ দলীয় জোটের কাক্সিক্ষত লক্ষ্য পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো সভাপতি এবং সাধারণ সম্পাদক হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার। সম্মেলনের প্রায় ন’মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top