রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৫:২০

ছবি: ১৫টি হাস্যোজ্জ্বল ছবির একটি

আজ বসন্ত। আজ ভালোবাসার দিন। দিবসটি উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রোববার বিকেল সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।

এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ২৯ হাজার লাইক, ৩ হাজার ৯০০ মানুষ শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ৪ হাজার ৮০০ জন।

পোস্টটিতে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছেন। প্রায় ১০ হাজার নেটিজেন লাইক ও ৬ হাজার ১০০ জনের বেশি লাভ রিয়্যাক্ট দিয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক ও শেয়ারের সংখ্যা।

আরপি/ এসআই- ৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top