রাজশাহী শুক্রবার, ২৭শে জুন ২০২৫, ১৪ই আষাঢ় ১৪৩২


রাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী


প্রকাশিত:
২৮ মে ২০২১ ০৫:১১

আপডেট:
২৭ জুন ২০২৫ ১২:০২

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলী। সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশপত্রে উল্লেখ করা হয়, নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা ১১জন সহকারী প্রক্টর রয়েছি। এই ১১ জনের মধ্য থেকে জেষ্ঠতার ভিত্তিতে আমাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছি। এবং এ সংক্রান্ত একটি আদেশও আমার কাছে এসেছে।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top