রাজশাহী রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


রাজশাহী কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২০ ০১:০৮

আপডেট:
৫ ডিসেম্বর ২০২০ ০৫:৪৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর একটি রেঁস্তোরায় কলেজ শিক্ষার্থী শাহিন আলম শুভর (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী ‘হাইড আউট ক্যাফে’ নামের রেস্তোরায়  বাবুর্চির প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নগরীর অলোকার মোড় এলাকার ওই রেঁস্তোরার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ বাগমারার তাহেরপুরের নুরপুর এলাকার মাহাবুবুর রহমানের ছেলে।

শুভর সহকর্মী কাউসার জানান, শুভ রাজশাহী কলেজে ইতিহাস বিষয়ে মাস্টার্সে পড়া-শোনা করছে। শুভর আত্মহত্যার বিষয়টি তার প্রেমিকা মুঠোফোনে জানায়। এর পরে তারা দ্রুত রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। এর পরে তারা অনেক চেষ্টা করে দরজা খুলে শুভকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বোয়ালিয় থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মণ জানান, বিষয়টি শুনেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top