রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সীমিত পরিসরে খুলছে রাবির অফিস


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ১৯:০১

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:৩৩

ফাইল ছবি

আগামী ২০ জুন থেকে সীমিত পরিসরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের লকডাউনের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে (অনলাইন ক্লাস ব্যতীত)। এছাড়াও আগামী রোববার (২০ জুন) থেকে সীমিত জনবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের

অফিসসমূহ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও রাজশাহী সিটি কর্পোরেশনে লকডাউন ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ জুন পর্যন্ত অফিসসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে গতকাল সিটি কর্পোরেশন আগামী ২৪ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধি করলেও রাবি প্রশাসন অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top