রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কুয়েটে সংঘর্ষ, একাডেমিক কার্যক্রম বন্ধ


প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ১৮:৩২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩০

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দু’টি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাত ১২টায় কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ৬টি এবং রোববার (৩ নভেম্বর) সকাল দশটার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছেন। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষণা করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা, তা যথারীতি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরপি/ এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top