রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, বাক-বিতণ্ডায় পুলিশ-শিক্ষার্থী


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ০২:৫৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:২০

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করেন তারা। ফলে রাস্তায় জ্যাম লেগে যায়। তবে আটকে থাকা গাড়ির চালকরাও এ আন্দোলনে সমর্থন দেন।

আন্দোলন চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে বাক-বিতণ্ডা হয়। শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠলেও পুলিশ তা অস্বীকার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

এর আগে বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে মিলিত হয়।

অবরোধে আটকে থাকা গাড়ি চালক জামিল হোসেন বলেন, তাদের দাবি যৌক্তিক। এ রাস্তায় চলাচলের ফলে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। গাড়ি সারাতেও অনেক টাকা খরচ হয়। অতি দ্রুত ই সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবির সাথে আমি একমত। শিক্ষার্থীরা দিনে আন্দোলন করলে আমিও উপস্থিত থাকতাম। আমাদেরও দাবি এ সড়কটি দ্রুত সংস্কার করা হোক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী জি. কে. সাদিক বলেন, আমাদের সকলের দাবি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কার করা হোক। এ রাস্তায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। আগামী ২৫ অক্টোবর আমাদের ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। ফলে শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

 

আরপি/ এমএএইচ-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top