রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পরীক্ষার দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০৩:৩৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:২৯

ছবি: সংগৃহীত

বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে। ফেল করা বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চায় যাতে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারে। শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নাসিমা বলেন, আমরা বিশেষ পরীক্ষা দিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাই। আমরা চাকরির বাজারে প্রবেশ করতে চাই। অধ্যক্ষকে জানিয়েছি কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় নামা ছাড়া আমাদের কোন উপায় নেই।

ঢাকা কলেজের শিক্ষার্থী রুবেল বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। আমরা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে চাই। আমাদের সেই সুযোগ দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top