রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ২৩:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:৪৪

রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান

রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। কলেজ পরিদর্শক প্রফেসর হাবিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে হাবিবুর রহমানকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রদান করা হয়।

জানা গেছে, অধ্যাপক হাবিবুর রহমান বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। এ ছাড়াও তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

এর আগে কর্মকর্তাদের দ্বন্দ্বে কিছুদিন ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বদল করা হলো। অবশ্য আগের চেয়ারম্যান ড. মকবুল হোসেন গত জুনে তার মেয়াদের দু’বছর পূর্ণ করেছেন।

এছাড়াও শিক্ষা বোর্ড চেয়ারম্যান মকবুল হোসেনকে নিয়েও নানা অভিযোগ ছড়াতে থাকে। এরইমধ্যে মকবুল হোসেনকে সরিয়ে নতুন করে কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে চেয়ারম্যান করা হলো।

 

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top