রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মোহনপুরে মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত:
৪ জুলাই ২০২২ ০৪:৩৫

আপডেট:
৪ জুলাই ২০২২ ০৫:২৩

ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর মোহনপুরে এমপিওভুক্ত একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার মৌপাড়া দাখিল মাদরাসায় এ অগ্নিকাণ্ডে অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মাদরাসার অফিস কক্ষে আগুন দেখে ছুটে আসেন তারা। নৈশপ্রহরীকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় পুড়ে যায় অফিসে থাকা নথিপত্র, ৩টি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব। তবে পাকা বদ্ধ ঘরে আগুন লাগায় বাইরে ছড়িয়ে পড়েনি। পরে তারা মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় রোববার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে মাদরাসাটির প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম খান বলেন, মাদরাসার বারান্দায় মাদকাসক্তদের আনাগোনা ছিল। তারাই শত্রুতা করে জানালার কাঁচ ভেঙে পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

মাদরাসাটির প্রধান শিক্ষক দেরাজ উদ্দিন বলেন, আগুনে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন জিনিস ছাড়াও মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি বেশ ক্ষতিগ্রস্ত।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top