রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রাজশাহী আইবিএনসি‘র নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশিত:
৪ জুলাই ২০২২ ০৫:০১

আপডেট:
৪ জুলাই ২০২২ ০৯:১৮

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের (আইবিএনসি) নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মানজুরুর রহমান শাহ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৩ জুলাই) দুপুরে নগরীর আম চত্বরে তার কার্যালয়ে কলেজটির বিএসসি ইন নার্সিং ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা এ শুভেচ্ছা জানান।

এ সময় শিক্ষার্থীরা নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পেয়ে তার কাছে আনন্দ অনুভূতি ব্যক্ত করে কলেজটির পরিচালনা পরিষদ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা গ্রহণকালে ডা. মো. মানজুরুর রহমান শাহ চৌধুরী বলেন, অসুস্থ মানুষের সেবা করা মহৎ কাজ। প্রকৃত নার্স হয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ কলেজ থেকে হাজারো শিক্ষার্থী লেখাপড়া করে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছে।

তিনি বলেন, দিনে দিনে নার্সিং পেশা উন্নত হচ্ছে। যোগ্যতাসম্পন্ন নার্স তৈরি হলে লেখাপড়া শেষ করেই কর্মজীবনে পদার্পন করা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top