রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রুয়েটে মানসম্মত গবেষণার বিষয় নির্ধারণে সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:৪২

ছবি: সেমিনার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কিওয়ার্ড সিকোয়েন্স ইম্পোটেন্সস (কেএসআই): ফ্রেন্ডলি এ্যাপ্রোচ ফর কোয়ালিটি থিসিস এন্ড ফার্স্ট পাবলিকেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স রুমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন, টোল দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে গবেষণার ফলাফল উপস্থাপন করেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনের সাথে সাথে মানসম্মত গবেষণার বিষয়বস্তু নির্ধারণ ও তা দ্রুততার সাথে প্রকাশনার ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে, যা গবেষকদের আয়ত্ত্বে আনা এবং অনুধাবন করা জরুরী হয়ে পড়েছে।

সেমিনারে সমন্বয়ক ছিলেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করেন।

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top