রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী পলিটেকনিকের ঘটনায় চার জনের ছাত্রত্ব বাতিল


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ২০:৫০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:২৭

ছবি: সংগৃহীত

অধ্যক্ষকে লাঞ্ছনা এবং পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থীকে বহিষ্কারসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইনস্টিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে সৌরভ (কম্পিউটার বিভাগ ৮ম পর্ব), রায়হানুল ইসলাম (ইলেকট্র মেডিক্যাল বিভাগ ৭ম পর্ব), মুরাদ হোসেন (ইলেকট্রনিক্স বিভাগ ৫ম পর্ব) ও সাজিব হোসেন (মেকানিক্যাল বিভাগ ৩য় পর্ব)।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার, পাঁচ শিক্ষার্থীর মূল সনদ তিন বছর আটকে রাখার এবং সাত শিক্ষার্থীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চিহ্নিত হওয়া উল্লেখিতসংখ্যক ছাত্রের সবাই ছাত্রলীগের নেতাকর্মী। এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকরের জন্য কারিগরি শিক্ষা বোর্ডসহ সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী পলিটেকনিকে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top