রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ রাবি সাংবাদিক সমিতির


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০১৯ ০১:৩৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:৪৪

ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাবিসাস নেতৃবৃন্দ

বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে তারা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। তিনি বলেন, আজ বাঙালি জাতির বিজয় ও আনন্দের দিন। ১৯৭১ সালের এদিনে লক্ষ শহীদ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাদের এই আত্মাহুতি কখনোই ভুলে যাওয়ার নয়। আমাদের প্রত্যেকের হৃদয়ে সবসময় জাতির সূর্য সন্তানদের ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লা সাইফের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সুজন আলী ও সহ-সভাপতি মইন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধক্ষ ও অন্যান্য নেতাকর্মীরা।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top