রাজশাহী শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


রাজশাহী কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদিনের চড়ুইভাতি


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৫ ২২:০৮

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০০:১৮

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে প্রতিবছরের মতো এবারও চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২আগষ্ট) বেলা ১০টার দিকে রাজশাহী কলেজের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নোমান মো: আসাদুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

আয়োজনকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: জিম বলেন, আমাদের পড়াশোনার চাপের জন্য সারা বছর খুব একটা আনন্দ করার সুযোগ হয় না। এছাড়া বড় ভাই-বোনদের সাথেও সেভাবে একটা পরিচয় ও সময় কাটানো হয়ে ওঠা হয় না। তাই চড়ুইভাতি আমাদের জন্য সেই সুযোগ করে দিয়েছে। যেখানে আমরা সবাই একসাথে হাসি-আনন্দ ভাগ করে নিতে পারছি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী জেরিন ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও চড়ুইভাতি আমাদের মাঝে এক উৎসাহ যোগ করেছে। শুধু আনন্দই নয় বরং আমরা একে অপরের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার মূল্যও বুঝতে পেরেছি। এমনকি প্রতি বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি সুন্দর সম্পর্কও গড়ে উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আমি এই বিভাগের সেমিনার ও চড়ুইভাতি তে এসেছি। এখানে শিক্ষার্থীরা খুবই ভালো একটি কথা তুলে ধরেছে যে মেধা পাচার। আমাদের বাংলাদেশে এত মানুষ আছে যেখানে এই মেধা পাচার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে একটি দেশ কখনোই উন্নত হতে পারবে না। তাই একটি দেশ পরিবর্তনের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সকল শিক্ষার্থীদের মাধ্যমে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে।

এছাড়া অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুপুরে সাময়িক বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান লটারি এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নানান আয়োজনের মাধ্যমে সারাদিনব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগির মাধ্যমে এই চড়ুইভাতি অনুষ্ঠানটি শেষ হয়।

 

 

আরপি/ আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top