রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


হ্যাকিংয়ের শিকার চবির অফিসিয়াল ওয়েবসাইট, ৫ মিনিটেই উদ্ধার


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২০ ০৭:১০

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০৩:৪৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাক হওয়ার ৫ মিনিটের মধ্যেই ওয়েবসাইটটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

শনিবার বিকেল ৩টা ৫৪ মিনিটে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ অ্যান্ড অ্যামপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করেছিল বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, ‘বিকেল ৩টা ৫৪ মিনিটে সাইট হ্যাকের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। এর ৫মিনিটির মধ্যে আমরা সাইটটি নিয়ন্ত্রণে আনি।’

ড. হানিফ সিদ্দিকী বলেন, এটা সুপারফিশিয়াল অ্যাটাক ছিলো। তারপরও আমরা সাইটটি ভালোভাবে চেক করছি। আজকের মধ্যেই সেটা রিকোভার করতে পারবো আশাকরি। আমরা বিডিরিমকে বিষয়টি জানিয়েছি। তাদের উইক পয়েন্টগুলো দেখতে বলেছি।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top