রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাবিতে করোনাভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ক সেমিনার


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৩৯

রাবিতে করোনাভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘করোনা ভাইরাসের বিস্তার: বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে সেমিনারটির উদ্বোধন করেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক সালেহা জেস্মিন। সেমিনাটির আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান ড. মু. আব্দুল মজিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস মেডিকেল ইনস্টিটিউট অব রিচার্চ অব টেকনোলজির প্রিন্সিপ্যাল ড. আহমেদ শরীফ। এতে আরও প্রবন্ধ উপস্থাপন করেন রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হাকিমুল হক।

সেমিনারে বক্তারা করোনা ভাইরাসের উৎপত্তি, বিকাশ, ভয়াবহতা ও তার থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top