রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শিক্ষামূলক অ্যাপ বানাল রাবির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৫৬

রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইনের নেতৃত্বে মিতা খাতুন, সুমন চক্রবর্তী, তারিকুল ইসলাম, আব্দুর রহমান রিপন, আবু তাহের মোল্লা অ্যাপটি তৈরি করেছেন

বিভাগের সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের একাডেমিক তথ্য, রক্তের গ্রুপ ও লেখাপড়া সংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ অ্যাপ বানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষাবিষয়ক তথ্য নিয়ে তৈরি এ অ্যাপটিতে বিভাগটির ১ম থেকে ৪র্থ বর্ষের সকল প্রয়োজনীয় তথ্য রাখা হয়েছে।

‘পলিটিক্যাল সায়েন্স আর ইউ’ নামের ওই অ্যাপটি বৃহস্পতিবার বিভাগটির সেমিনার কক্ষে উদ্বোধন করা হয়। বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইনের নেতৃত্বে মিতা খাতুন, সুমন চক্রবর্তী, তারিকুল ইসলাম, আব্দুর রহমান রিপন, আবু তাহের মোল্লা অ্যাপটি তৈরি করেছেন।

তারা জানান, অ্যাপটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সার্চ করে বইয়ের তথ্য জানার সুবিধার পাশাপাশি বিভিন্ন লেখকের লেখা বই ডাউনলোড করার সুযোগ রয়েছে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম একরাম উল্যাহ অ্যাপটি উদ্বোধনের সময় বলেন, ইনফরমেশনের ওপর ভিত্তি করে জ্ঞান তৈরি করা হয়। এই অ্যাপের মাধ্যমে আমরা উপকৃত হতে পারব। এটা আমাদের জন্য অনুকরণীয়। অ্যাপটিকে টিকিয়ে রাখার জন্য ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top