রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাবিতে ঈদুল আজহা'র ছুটি শুরু বুধবার


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০১:৫০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৪৪

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাস ২২ জুলাই (বুধবার) থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে অফিসসমূহ বুধবার থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রচারিত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ছুটিকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে প্রশাসন নির্দেশ দিয়েছি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমাতে ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আরপি/আআ-২৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top