রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করলো রাবি


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৪৩

অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাস। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে 'University of Rajshahi' শীর্ষক এই পেইজ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

উদ্বোধনের আগে পেইজের তত্ত্বাবধায়ক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ ফেসবুক পেইজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top