রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ব্রেইন স্ট্রোকে রাবি শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ০৩:৩৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০১:০৩

লিয়ন ইসলাম

ব্রেইন স্ট্রোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিয়ন ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

লিয়ন ইসলাম ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকার গোপালপুরের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক ছাত্র ও রক্তদাতা সংগঠন বাঁধন'র হল শাখা সাধারণ সম্পাদক ছিলেন।

লিয়নের ফুপাতো ভাই শামীম ইসলাম বলেন, ‘লিয়নের আগে মাথাব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা ছিল না। শুক্রবার লিয়ন তার মামার বাসায় কোচিং করাতে যান। সেখানে হঠাৎ তার মাথা ব্যথা ওঠে। একসময় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন এ তথ্যও নিশ্চিত করেন ডাক্তাররা।’

এ বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, ‘লিয়নের মৃত্যুর খবর জেনেছি। তার অকাল মৃত্যুতে আমরা ইতিহাস বিভাগের সকলে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top