রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


১৬ জানুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২০ ২২:০১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:২২

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) এই পরিস্থিতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।  শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হলো।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এরপর দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়, যা এখন পুরো বছরই পার করতে যাচ্ছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top