রাজশাহী বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


যে কোনো সময় খুলবে বিদ্যালয়


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫২

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ০৪:৫০

ছবি: সংগৃহীত

দেশজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম চলছে। ফলে যেকোনো সময় বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মকর্তাদের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ।

আজ মঙ্গলবার সকালে সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ‌এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “উনি (প্রধানমন্ত্রী) শিক্ষার প্রতি এতটাই আন্তরিক, উনি গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন যে, ‘তোমার সকল শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব, যাতে আমার কোনো শিক্ষক (টিকার) আওতার বাইরে না থাকে’।”

মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষকদের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনো সময় আজ থেকে সাত দিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।’ ‘শিক্ষক-শিক্ষিকা সবাই যেন যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসেন। আর সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে’। 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top