রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


২৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ০৬:০২

আপডেট:
১৩ মে ২০২৫ ১৩:২৩

ফাইল ছবি

সেপ্টেম্বরের মতো চলতি মাসেও প্রবাসী আয়ে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি মা‌র্কিন ডলার। প্রতি ডলার ১০৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৮৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আলোচিত সময়ে (অক্টোবরের প্রথম ২৭ দিন) রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৮৬ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৪ লাখ মার্কিন ডলার, আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৪ লাখ ডলার।

এ সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক থেকে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ৩২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছে। এরপর অগ্রণী ব্যাংকে নয় কোটি ৪২ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকে এসেছে সাত কোটি ৭২ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সাত কোটি ৬৫ লাখ, সোনালী ব্যাংকে সাত কোটি ৬৪ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৪৫ লাখ ডলার। আলোচিত সময়ে আট ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এর আগে আগস্ট মাসে আসে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। আর জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে গত মাসে রেমিট্যান্সের পরিমাণ কমে যায়। সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

আরপি/এসএডি-5

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top