রাজশাহী মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


আরাফাত ইসলামের কবিতা: ফিলিস্তিন আজ একা দাঁড়িয়ে


প্রকাশিত:
২০ মে ২০২৫ ০০:২৬

আপডেট:
২০ মে ২০২৫ ০০:৩৭

রাজশাহী পোস্ট

ফিলিস্তিন আজ একা দাঁড়িয়ে

মো: আরাফাত ইসলাম


আমাদের মানবতা গেছে হারিয়ে
ফিলিস্তিন তাইতো আজ একা দাঁড়িয়ে
যেখানে জ্বলেছে ইসলামের বাতি
ফিলিস্তিনিরা আজ সেখানে ধ্বংস এক জাতি।

চারিদিকে শুনশান নীরবতা
মাটিতে পড়ে আছে কত মানুষের দেহ
ঘরবাড়ি, বাবা -মা সবকিছু হারিয়ে
ধ্বংসতূপে তারা সবাই আজ দাঁড়িয়ে
ঝাঁকে ঝাঁকে চলছে মিসাইল হামলা
ফিলিস্তিনিরা কার কাছে করবে মামলা।

কত মায়ের বুক হচ্ছে খালি
ইহুদিরা দেখে আর দেয় হাততালি
শিশুদের কান্না
এগুলো আর না
ফিলিস্তিনের চিৎকার
ছি ছি মুসলমান তোমাদের জানায় ধিক্কার

চারিদিকে বারুদ আর লাশের গন্ধ
মুসলিমরা কেন আজ হয়ে আছে অন্ধ?
ইহুদি, খ্রিষ্টানদের কেন এতো বড়াই
মুসলিম আজ তোমাদের করতে হবে লড়াই
মুসলিমরা কর প্রতিবাদ
নয়তো কাল হাশরে কি দিবে জবাব।
অস্ত্র ধর, লড়াই কর, ফিলিস্তিনকে স্বাধীন কর।
আল্লাহ থাকতে নেই কোন ভয়।

ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীন হবে নিশ্চয়।

 

                                                          শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী 



আপনার মূল্যবান মতামত দিন:

Top