রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শামীম কবীর’র কবিতা

রাগকে চিবিয়ে খাব


প্রকাশিত:
৯ অক্টোবর ২০১৯ ০১:২৯

আপডেট:
৯ অক্টোবর ২০১৯ ০১:৩০

ছবি: সংগৃহীত

জীবনে আছিস যত রাগ, তাড়াতাড়ি ভাগ

নইলে তোরে চিবিয়ে খাব।

রাগের কবলে ছোট্ট কথাতেই হয়েছি আগুন

দিক না যতই সদুপদেশ, হয়েছি তেলে ভাজা বেগুন।

 

রাগ বোধহয় থাকে লালাগ্রন্থিতে, তিলে তিলে করেছি সঞ্চিত

তোমার কারণেই (রাগ) কত লোক হয়েছে বঞ্চিত।

 

লালাগ্রন্থির চুইয়ে জমা যত রাগ, তাড়াতাড়ি ভাগ

নইলে কলিজা ছিঁড়ে তোরে আমি চিবিয়ে খাব।

 

লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক শেষ করেছেন। এখন স্নাতকোত্তর করছেন। বিভিন্ন বিষয়ে লেখালেখির পাশাপাশি কবিতা লেখেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top