রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০ অতিক্রম


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২২ ০৮:৩৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:১৭

প্রতীকী ছবি

রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। একদিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার বেড়েছে ১২ শতাংশেরও বেশি। জেলায় একদিনে আরও ১৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়।

এদিন নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪০ দশমিক ১৬ শতাংশে দাঁড়ায়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ৫২ জনের শরীরে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ৯৭ জনের শরীরে।

আগের দিন মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়ে জানা যায়। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২৭ শতাংশ। সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৬২ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ।

রোববার রাজশাহীর দুইটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ১৯ শতাংশ। শনিবার জেলায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ২২ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে ওইদিন শনাক্তের হার ছিল ০৯ দশমিক ৬৫ শতাংশ। অথচ সপ্তাহ না পেড়োতেই শনাক্তের হার অতিক্রম করেছে ৪০ শতাংশ।

বছরের শুরু থেকে সারাদেশের ন্যায় রাজশাহীতেও ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। চলতি মাসে করোনা শনাক্তের সর্বোচ্চ হার দাঁড়িয়েছে বুধবারের রিপোর্টে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বলে জানায় জেলা সিভিল সার্জন দফতর।

দফতর জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭৫ জনের। করোনা শনাক্তের শতকরা হার ছিলো ৭ দশমিক ৮১ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ বেড়েছে অন্তত ২ শতাংশ। ৮ থেকে ১৪ জানুয়ারি জেলায় ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। এই সপ্তাহে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৯২ শতাংশ।

সিভিল সার্জন দফতর আরও জানায়, ১ জানুয়ারি জেলায় ১৪২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। পরদিন এক লাফেই শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ৪৫ শতাংশে। এরপর থেকে ক্রমেই বাড়ছে শনাক্তের হার।

গত ৭ জানুয়ারি শনাক্তের হার নেমে আসে ২ শতাংশের নিচে। সেদিন নমুনা কম পরীক্ষা হওয়ায় শনাক্তের হারও কমে যায়। ১০ থেকে ১৪ জানুয়ারি ৫ দিনের চারদিনই করোনা শনাক্তের হার ছিল ১২ শতাংশের আশপাশে। এর আগে গত ১৬ জানুয়ারি দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ১৯ শতাংশ করোনা শনাক্ত হয়।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top