রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সিজারের ৩ দিন পর প্রসূতির করোনা শনাক্ত


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ০২:১৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:২০

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের তিন দিন পর এক প্রসূতির করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। প্রসূতি মায়ের করোনা পজেটিভ ধরা পড়ার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৪৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার ওই নারীর করোনা পজেটিভ ধরা পড়ার বিষয়টি জানায় ওসমানী মেডিকেল কলেজের ল্যাব কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জের এক নারীর সিজারিয়ান অপারেশন হয়। এরপর ওই নারীর শরীরে কোভিড-১৯ এর লক্ষণ প্রকাশ পায়। গত রবিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ওই নারীর নমুনা পরীক্ষা করা হয়।


রাতে পরীক্ষার ফলাফল আসে পজেটিভ। সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হলে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।ওই নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। এছাড়া ওসমানী হাসপাতালের ১৯ জন চিকিৎসক, ১৪ জন নার্স ও ১১ জন স্টাফকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top